প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি সেচ ভর্তুকি প্রদান করেন এপি মতিন খসরু

19 এপ্রিল

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়ায় গতকাল ১৯ এপ্রিল শুক্রবার আউশ ধান চাষে প্রনোদনা ২০১৩ উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৪৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সাবেক আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি। এসময় উপসি’ত ছিলেন ব্রা‏হ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা মো: কবির হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন স’ান আসা প্রান্তিক কৃষক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ১৪৪০জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি উফশী আউশ ধান বীজ সহায়তা
প্রদান করা হয় এবং তাদের একাউন্টে ৩০০ টাকা করে সেচ সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়। ১৮ এপ্রিল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী এই বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন। ইতমধ্যে অনেক ইউনিয়নের মাঝে বিতরণ সমাপ্ত হয়েছে, বাকীদের ক্রমান্বয়ে দেয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে এলাকার এমপি মতিন খসরু বলেন পৃথিবী যতই উন্নত হোক, খাদ্যে স্বয়ংসম্পন্ন না হলে স্বাবলম্বি হতে পারবে না। আমাদের দেশের জলবায়ূ কৃষির জন্য অত্যন্ত উপযোগী। আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর দূরদর্মী চিন্তাধারার বহি:প্রকাশ হিসেবে কৃষকদের মাঝে এই নিয়ে ৫বার বিনামূলে সার, বীজ সহ কৃষি সেচ সহায়তা প্রদান করা হচ্ছে। আপনারা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সকলে কৃষি কাজে এগিয়ে আসলে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে পারবে বলে আমার বিশ্বাস। এসময় কৃষি কর্মকর্তা বলেন, যে কোন সময় উপজেলা কৃষি অফিসে কৃষি প্রযুক্তি এবং কৃষকদের নানা সমস্যার সমাধান দ্রুততার সাধে দেয়া হয়। আপনারা যথাসময়ে পরামর্শ নিয়ে কৃষি কাজে উদ্বোগী হলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে পারবে # মিজান, আলীম ও নয়ন #

এখানে আপনার মন্তব্য রেখে যান