আর্কাইভ | জন সচেতনতা RSS feed for this section

ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছা শ্রমে রাস্তা নির্মান

25 নভে.

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভ’মি গ্রামে গতকাল ২৪ নভেম্বর ব্যতিক্রমী উদ্দ্যোগে ৩০জন যুবক স্বেচ্ছা শ্রমে প্রায় আধা কিলোমিটার রাস্তা নির্মাণ করেন।
    জানা যায়, উত্তর তেতাভ’মি মুসলেম মিয়ার দোকান থেকে পূর্ব দিকে আবু তাহেরের বাড়ী পর্যন্ত আধা কিলোমিটারের চেয়েও বেশী মাটির রাস্তা নির্মাণ করেন স’ানীয় যুবকরা। এদের মধ্যে রয়েছে মো: মনির হোসেন, মুমিনুল ইসলাম, মোহন মিয়া, হাজী তারা মিয়া, আ: মালেক, আবুল কালাম, মো: জাহাঙ্গীর আলম, মো: জমির হোসেন, মাইন উদ্দিন উজ্জাল, মিজান, শাম মিয়া সহ আরও অনেকে। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে জন দূর্ভোগের সৃষ্টি করায় সরকারী ভাবে রক্ষনাবেক্ষনের প্রচেষ্টায়
ব্যর্থ হয়ে এলাকার এসব যুবক একত্রিত হয়ে রাস্তাটি স্বেচ্ছা শ্রমের মাধ্যমে নির্মানের উদ্দ্যোগ গ্রহণ করেন এবং গতকাল তা বাস্তবায়িত করেন। তাদের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার লোকজন বলেন, বহুদিন পর এলাকার মানুষের একতার একটি ফল এই রাস্তা নির্মান। বহু পূর্বে কৃষি কাজ, বাড়ী নির্মাণ সহ বিভিন্ন কাজে টাকার বদলে একজন অন্য জনের বদলী সহায়তায় সম্পন্ন হত। এখন টাকার চুক্তিতে কাজ হয়। নিজেদের সমাজের কাজ স্বেচ্ছা শ্রমে রাস্তা নির্মান করে ব্যতিক্রমী একটি উদ্দ্যোগ গ্রহণ করে একটি অনুকরনীয় দৃষ্টান্ত স’াপন করেছে। এভাবে মাদক নির্মূল সহ সমাজের নানা সমস্যায় সকলে এগিয়ে এলে সমাজ অনেক সুন্দর হতে পারে।

ব্রাহ্মণপাড়ার শশীদলে চট্টলা এক্সপ্রেসের যাত্রা বিরতির শুভ উদ্বোধন

23 নভে.
    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলষ্টেশনে গত ২৩ নভেম্বর চট্রলা এক্সপ্রেসের আপ-ডাউন যাত্রা বিরতির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী। চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ৬৭ নং উর্ধ্বগামী ট্রেনটি ১২টা ৩৫ মিনিটে শশীদল পৌছাবে এবং ঢাকা থেকে ছেড়ে আসা ৬৮ নং নিম্নগামী ট্রেনটি ২টা ৩৯ মিনিটে শশীদল পৌছাবে। আসা যাওয়ার সময় ২ মিনিট বিরতি দেবে।
    এই উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শশীদল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শুসুকার ভৌমিক, প্রকৌশলী মহিউদ্দিন আরিফ, প্রকৌশলী বৈদ্যুতিক মুহম্মদ শফিকুর রহমান, সহ যন্ত্র প্রকৌশলী ইনচার্জ মো: সাইফুল ইসলাম, সহ প্রকৌশলী কুমিল্লা ইরফানুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা এ.এস.পি জহিরুল ইসলাম, বক্তব্য রাখেন থানা মুক্তিযোদ্ধা সহ কমান্ডার জয়নাল আবেদীন, শশীদল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তারা মিয়া, অনুষ্ঠান পরিচালনা করেন মজিবুর রহমান। উপসি’ত ছিলেন

শাহ আলম ডিলার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন, প্রভাষক ফখরুল ইসলাম, মফিজুল ইসলাম, আবু সাইদ, শশীদল রেলওয়ে ষ্টেশনে চট্রলা ট্রেনের আপ-ডাউন যাত্রা বিরতি উপলক্ষ্যে দোয়া ও মুনাজাত করেন শশীদল মসজিদের পেশ  ইমাম আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানের সাবিক সহযোগীতা করেন শশীদল ভিলেজ ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক সামছুল হক মালু মিয়া। এসময় বক্তারা বলেন চট্রলা ট্রেনের যাত্রা বিরতির ফলে এই এলাকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে বহু সুবিধা ভোগ করতে পারবে। ষ্টেশনের ব্যস্ততা বাড়বে, অচীরেই শশীদল রেলওয়ে ষ্টেশনের বিশ্রমাগার ভেংগে আরও বড় করা হবে এবং একটি যাত্রী ছাউনি নির্মান করা হবে। সড়ক দূর্ঘটনার জন্য শশীদলের প্রধান ক্রসিংয়ে অল্প দিনের মধ্যেই নিরাপত্তা গেইট নির্মান সহ শশীদল ষ্টেশনের আরো উন্নয়ন কাজ করা হবে।

ব্রাহ্মণপাড়ায় ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলার কাজ চলছে- ১০ ডিসেম্বর শেষ

22 নভে.
    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) ভোটার তালিকা হালনাগাতের ছবি তোলার কাজ উপজেলা মডেল স্কুলে আরম্ভ হয়েছে।
    উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের উপসি’তিতে কার্য্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, আ: ছাত্তার মোল্লা। গত ২১ নভেম্বর থেকে তথ্য সংগ্রহের কাজ চলা অবস’ায় ২২ নভেম্বর থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ১০ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদের কার্য্যক্রম চলবে। এসময়ে বর্তমান ভোটার তালিকা থেকে বাদ পড়া, ০১ জানুয়ারী ১৯৯৫ তারিখ এর পূর্বে জন্মগ্রহণকারী সকল বাংলাদেশী নাগরিকদের তথ্য সংগ্রহ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

করা হবে। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদে ছবি তোলার কাজ হবে ২২ ও ২৩ নভেম্বর, শশীদল ইউপি ভবনে ছবি তোলা হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর, দুলালপুর ইউপি ভবনে ছবি তোলা হবে ২৭ ও ২৮ নভেম্বর, চান্দলা কে.বি উচ্চবিদ্যালয়ে ছবি তোলা হবে ২৯ ও ৩০ নভেম্বর, সিদলাই আমীর হোসেন জোবেদা কলেজে ছবি তোলা হবে ০১ ও ২ ডিসেম্বার, মালাড়ায় ছবি তোলা হবে ৩ ও ৪ ডিসেম্বর, সাহেবাবাদ ডিগ্রী কলেজে ছবি তোলা হবে ৫ ও ৬ ডিসেম্বর, মাধবপুর ইউপি ভবনে ছবি তোলা হবে ৭, ৮ ও ৯ ডিসেম্বর এবং সকল ইউনিয়নের বাদ পড়ে যাওয়া ভোটারদের পুনরায় ছবি তোলা হবে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চবিদ্যালয়ে ১০ ডিসেম্বর। সর্বস্তরের জনগণকে ভোটার তালিকার কার্যক্রমকে সার্বিক সহযোগিতা করার আহবান জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ব্রাহ্মণপাড়ায় কোর্টের নির্দেশে মায়ের কাছে দুই শিশু

20 নভে.

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রাম থেকে গতকাল সোমবার (১৯ নভেম্বর) কোর্টের মাধ্যমে ২ শিশু সন্তানকে ফিরে পেয়েছে মা সুমী আক্তার।
সূত্রে জানা যায়, উপজেলার বালিনা গ্রামের আব্দুল মতিনের ছেলে কামরুল হাসানের সাথে ৭/৮ বৎসর আগে বিয়ে হয় দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের সুমী আক্তারের। আবেগ আপ্লুত হয়ে এ’প্রতিনিধিকে সুমী বলে, আমাদের দাম্পত্ত জীবনে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বেকার স্বামীকে সুখ শান্তির আশায় বাবার বাড়ী থেকে টাকা পয়সা এনে মালয়েশিয়া পাঠাই। সেই সুখের আশায় বালি দিয়ে আমার স্বামী কিছুদিন পরই সেখান থেকে দেশে ফিরে আসে। এসেই পারিবারিক কলহে লিপ্ত হয়ে যায়। আমার প্রতি শুরু করে অবহেলা, অত্যাচার, নির্যাতন। স্বামী সন্তানের মায়ায় বাধ্য হয়ে বাবার বাড়ী থেকে টাকা এনে
দুলালপুর বাজারে একটি টেইলারী দোকান করে দেই। এতেও তুষ্ট হয়নি কামরুল। আমার অজান্তেই দুলালপুর গ্রামের জসিম উদ্দিনের নাবালিকা মেয়ে তানিয়াকে গোপনে বিয়ে ফেলে। শুরু হয় জ্বালার উপর যন্ত্রনা। স্বামীর অত্যাচার সহ্যকরেই সন্তানের মায়ায় সংসার করতে চাইলেও এক পর্যায় অবুঝ সন্তানদেরকে রেখে আমার স্বামী কামরুল তাড়িয়ে দেয় আমাকে। পুনরায় সংসার করার কোন লক্ষন না দেখে বাধ্য হয়ে আমার অবুঝ সন্তানদেরকে ফিরে পাওয়ার আশায় কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা করি। যার পি আর নং-১১০৫ তারিখ ১৫ নভেম্বর ১২। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত শিশু ২জনকে আমার কাছে ফিরিয়ে দেয়ার জন্য ব্রাহ্মণপাড়া থানাকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশে ১৯ নভেম্বর দুলালপুর গ্রাম থেকে বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন(৬) ও মেয়ে নুসরাত জাহান মারিয়া (৩)কে আমার নিকট আদালতের মাধ্যমে হস্তান্তর করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
মায়ের কান্না বিজড়িত কন্ঠের এসব কথা শুনার সময় অবুঝ শিশুরা মাকে কাছে পেয়ে দু-হাত বাড়িয়ে, মায়ের দিকে দৌড়িয়ে ’মা’..’মা’ ডেকে কান্নায় ভেঙ্গে পড়ে। প্রশান্তিতে মা সন্তানদেরকে জড়িয়ে ধরে মায়া কান্নায় পরিবেশ ভারী করে তোলে। ঘটে যায় মা-সন্তানের মিলনের একটি হৃদয় বিদারক দৃশ্য।

ব্রাহ্মণপাড়া সরকারী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক নায়েব আলী মাষ্টারের ইন্তেকাল

18 নভে.
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ॥

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সরকারী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নায়েব আলী মাষ্টার (৭৫) গত ১৬ নভেম্বর সকালে তার নিজ বাড়ী ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের প্রথম জানাযা একই দিনে ঢাকা খিলগাও তেলিয়াপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় নামাজে
জানাযা ব্রাহ্মণপাড়া সরকারী উচ্চবিদ্যালয় মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার লাশ নিজ গ্রাম ব্রাহ্মণপাড়া কল্পবাস গ্রামে তার পারিবারিক করবস’ানে দাফন করা হয়। এসময় উপসি’ত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবু তাহের, ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন সহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ। তার মৃত্যুতে সাবেক আইন মন্ত্রী এড: আবদুল মতিন খসরু এমপি ও সাবেক এমপি অধ্যাপক মো: ইউনুস সহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

ব্রাহ্মণপাড়ায় ব্র্যাক পুষ্টি প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা

14 নভে.
আনোয়ারুল ইসলাম ॥

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ব্র্যাক এর উদ্যোগে উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে স্বাস’্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও কর্মচারীদের নিয়ে সামাজিক পুষ্টি বিষয়ক উদ্ভদ্ধকরন সভা স্বাস’্য কমপ্লেক্স হলরুমে গত বুধবার (১৪ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া স্বাস’্য কমপ্লেক্সের স্বাস’্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আবু জাহের, বিশেষ অতিথি ছিলেন

ব্র্যাক স্বাস’্য কর্মসূচীর ম্যানেজার মোসা: মমতাজ নাসরিন, পুষ্টি প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার মো: আনিসুর রহমান খান ও আ: কাদের চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক ইসমাইল নয়ন সহ স্বাস’্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। বক্তাদের আলোচনায় প্রতিপাদ্য উল্লেখ করেন, ’জন্মের সাথে সাথে এক ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়াতে হবে’ ০-৬ মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ ব্যতীত অন্য কিছু খাওয়ানো যাবে না। ৭ মাস বয়স হতে বুকের দুধের পাশাপাশি পারিবারিক বাড়তি খাবার দিতে হবে। শিশুকে ২ বৎসর (২৪ মাস পর্যন্ত) বুকের দুধের পাশাপাশি বয়স অনুযায়ী পরিমানমত পারিবারিক সকল খাবার দিতে হবে। শিশুকে খাবার খাওয়ার আগে মা ও শিশুর হাত সাবান দিয়ে ভাল ভাবে ধুতে হবে। এতে শিশুর পুষ্টি ঘাটতি প’রণ হবে। শিশু নিরোগ স্বাস’্য নিয়ে বড় হবে। এছাড়া বড়দের খাবার তালিকায় পুষ্টিগুন বিচার করে খাবার খেতে হবে। বর্তমানে বহু মানুষ পুষ্টি অভাব জনিম রোগে ভ’গছে। পুষ্টি সমৃদ্ধ খাবার খেলে এসব রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। এতে পারিবারিক ডাক্তারের খরচ কমে আসবে। মানুষের গড় আয়ূ বৃদ্ধি পাবে। তাই পুষ্টির প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধির আহবান জানান ।

ব্রাহ্মণপাড়ায় ব্র্যাক পুষ্টি প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা

14 নভে.
আনোয়ারুল ইসলাম ॥

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ব্র্যাক এর উদ্যোগে উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে স্বাস’্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও কর্মচারীদের নিয়ে সামাজিক পুষ্টি বিষয়ক উদ্ভদ্ধকরন সভা স্বাস’্য কমপ্লেক্স হলরুমে গত বুধবার (১৪ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া স্বাস’্য কমপ্লেক্সের স্বাস’্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আবু জাহের, বিশেষ অতিথি ছিলেন

ব্র্যাক স্বাস’্য কর্মসূচীর ম্যানেজার মোসা: মমতাজ নাসরিন, পুষ্টি প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার মো: আনিসুর রহমান খান ও আ: কাদের চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক ইসমাইল নয়ন সহ স্বাস’্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। বক্তাদের আলোচনায় প্রতিপাদ্য উল্লেখ করেন, ’জন্মের সাথে সাথে এক ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়াতে হবে’ ০-৬ মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ ব্যতীত অন্য কিছু খাওয়ানো যাবে না। ৭ মাস বয়স হতে বুকের দুধের পাশাপাশি পারিবারিক বাড়তি খাবার দিতে হবে। শিশুকে ২ বৎসর (২৪ মাস পর্যন্ত) বুকের দুধের পাশাপাশি বয়স অনুযায়ী পরিমানমত পারিবারিক সকল খাবার দিতে হবে। শিশুকে খাবার খাওয়ার আগে মা ও শিশুর হাত সাবান দিয়ে ভাল ভাবে ধুতে হবে। এতে শিশুর পুষ্টি ঘাটতি প’রণ হবে। শিশু নিরোগ স্বাস’্য নিয়ে বড় হবে। এছাড়া বড়দের খাবার তালিকায় পুষ্টিগুন বিচার করে খাবার খেতে হবে। বর্তমানে বহু মানুষ পুষ্টি অভাব জনিম রোগে ভ’গছে। পুষ্টি সমৃদ্ধ খাবার খেলে এসব রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। এতে পারিবারিক ডাক্তারের খরচ কমে আসবে। মানুষের গড় আয়ূ বৃদ্ধি পাবে। তাই পুষ্টির প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধির আহবান জানান ।

ব্রাহ্মণপাড়ায় হাম ও রুবেলা ভ্যাকসিনের উদ্বোধন

14 নভে.

ইসমাইল নয়ন, ব্রাহ্মণপাড়া ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া স্বাস’্য কমপ্লেক্সের হলরুমে গত বুধবার (১৪ নভেম্বর) দুপুরে হাম ও রুবেলা ভ্যাকসিন উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী।
এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়-য়া, সভাপতিত্ব করেন উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আবু জাহের,
পরিচালনা করেন স্বাস’্য পরিদর্শক ইনচার্জ আবুল বাশার, উপসি’ত ছিলেন ডা: সারোয়ার জাহান, ডা: বারাকা, ডা: রবিউল হাসান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সোহেল মোস্তফা মিয়াজী, প্রভাষক আলী ইমাম, আবুল কাশেম, জহিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স’ান থেকে আগম মাঠকর্মীরা। প্রধান অতিথি আলোচনা শেষে এক শিশুকে হাম ও রুবেলা ভ্যাকসিন দিয়ে এই ভ্যাকসিনের কার্য্যক্রম শুভ উদ্বোধন করেন।

ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

14 নভে.

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামে গত সোমবার (১২ নভেম্বর) এক কলেজ ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। 
জানা যায়, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামের আলীআজ্জম ভুইয়ার মেয়ে কুমিল্লা ধর্মসাগর মহিলা কলেজের এইচ এসসি ২য় বর্ষের ছাত্রী সামসুন্নাহার(১৭) গত সোমবার বিকালে তার নিজ ঘরে দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে ৫ ভাই ২ বোনের মধ্যে ৫ম ছিল। তার মা সাহেনা বেগম জানায়,

মেয়েকে খুঁজে না পেয়ে আমি ঘরের দরজা বন্ধ দেখে বাড়ীর লোকজন ডেকে এনে  দরজা ভেঙ্গে দেখি আমার মেয়ে তীরের সাথে ঝুলছে, গলায় ওরনা পেচানো। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘঠনাস’লে পৌছে বাড়ীর লোকজনের সহায়তায় তীর থেকে তার লাশ মাটিতে নামিয়ে আনে। বাড়ীর লোকজন আত্মহত্যার কোন কারণ জানেনা বলে জানায়। এব্যাপারে থানার এসআই লুৎফর রহমান জানান, প্রাথমিক তদন্তে মেয়েটির শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ব্যাপারে মেয়ের পরিবার থেকে আত্মহত্যার জন্য কাউকে অভিযুক্ত না করে মেয়ের পিতা লিখিত আবেদনে তার মেয়েকে ময়নাতদন্ত বিহীন লাশ দাফনের আবেদন করলে সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন নান্নু, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা সারোয়ার খান, স’ানীয় ওয়ার্ড মেম্বারের উপসি’তিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এই ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ১৩ তারিখ ১২ নভেম্বর ১২।

ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

14 নভে.

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামে গত সোমবার (১২ নভেম্বর) এক কলেজ ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। 
জানা যায়, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামের আলীআজ্জম ভুইয়ার মেয়ে কুমিল্লা ধর্মসাগর মহিলা কলেজের এইচ এসসি ২য় বর্ষের ছাত্রী সামসুন্নাহার(১৭) গত সোমবার বিকালে তার নিজ ঘরে দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে ৫ ভাই ২ বোনের মধ্যে ৫ম ছিল। তার মা সাহেনা বেগম জানায়,

মেয়েকে খুঁজে না পেয়ে আমি ঘরের দরজা বন্ধ দেখে বাড়ীর লোকজন ডেকে এনে  দরজা ভেঙ্গে দেখি আমার মেয়ে তীরের সাথে ঝুলছে, গলায় ওরনা পেচানো। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘঠনাস’লে পৌছে বাড়ীর লোকজনের সহায়তায় তীর থেকে তার লাশ মাটিতে নামিয়ে আনে। বাড়ীর লোকজন আত্মহত্যার কোন কারণ জানেনা বলে জানায়। এব্যাপারে থানার এসআই লুৎফর রহমান জানান, প্রাথমিক তদন্তে মেয়েটির শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ব্যাপারে মেয়ের পরিবার থেকে আত্মহত্যার জন্য কাউকে অভিযুক্ত না করে মেয়ের পিতা লিখিত আবেদনে তার মেয়েকে ময়নাতদন্ত বিহীন লাশ দাফনের আবেদন করলে সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন নান্নু, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা সারোয়ার খান, স’ানীয় ওয়ার্ড মেম্বারের উপসি’তিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এই ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ১৩ তারিখ ১২ নভেম্বর ১২।