আর্কাইভ | 5:20 অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ৩০৩ জন

21 নভে.

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গত বুধবার ২১ নভেম্বর শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২০১২। তবে উপজেলার ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৫হাজার ৯শ ৪৬জন পরীক্ষার্থীর মধ্যে অনুপসি’ত রয়েছে ৩০৩ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ৫ হাজার ৯৯ জনের মধ্যে অনুপসি’ত ১৮৪জন, এবতেদায়ী সমাপনীতে ৮৪৭ জনের মধ্যে অনুপসি’ত রয়েছে ১১৯ জন। কেন্দ্র অনুযায়ী অনুপসি’তি হচ্ছে, মাধবপুর উচ্চবিদ্যালয় প্রাথমিক সমাপনীতে ৭শ জনে অনুপসি’ত ৭১জন, ইবতেদায়ীতে ৭১জনে ৭জন, পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক ২৪৮জনের মধ্যে ৬জন, ইবতেদায়ীতে ৩৪জনে ৩জন,
শিদলাই নাজনিন উচ্চবিদ্যালয়ে প্রাথমিক ৩০৬জনে ৯জন, ইবতেদায়ীতে ৮৭জনে ১০জন, চান্দলা কে.বি উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৫৪৪ জনে ৩৩জন, ইবতেদায়ীতে ৮৯জনে ২২জন, নাগাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৩৩৩জনে ১১জন, এবতেদায়ীতে ৩৩জনে ৫জন, শশীদল ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৬৩৬জনে ১১জন, ইবতেদায়ী ১১৯ জনে ২৯জন, দুলালপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫৩৮জনে ১৮জন, ইবতেদায়ীতে ৫৪জনে ৮জন, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চবিদ্যালয়ে ৪৭৪ জনে ২১ জন, ইবতেদায়ীতে ৯৮জনে ৬জন, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক ৫৮৭ জনে ২৫জন, ইবতেদায়ীতে ৭৯জনে ১৫জন, এম.এম চন্ডিপুর রেজাউলহক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৪৫৪ জনে ১৪জন, ইবতেদায়ীতে ৬৪জনে ১৪জন অনুপসি’ত রয়েছে। ইবতেদায়ীর তুলনায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী সংখ্যায় অনেক বেশী, সেই তুলনায় প্রাথমিক সমাপনীর চেয়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অনুপসি’তি অনেক বেশী। কেন্দ্র পরিদর্শন করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ’প্রতিনিধিকে জানান পরীক্ষা সার্বিক ভাবে শান্তিপূর্ন ভাবে চলছে। এই পর্যন্ত কোথাও কোন বির্শঙ্খলার খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি কল্পে বিতর্ক প্রতিযোগীতা

21 নভে.

    কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজে গত ২০ নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কল্পে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
    উপজেলা মহিলা বিষয়ক কার্য্যালয়ের আয়োজনে প্রমোশন অফ জেন্ডার ইক্যুয়ালিটি এন্ড উইমেন্স এম্পাওয়ারমেন্ট শীর্ষক প্রকল্পের অর্থায়নে ’’নারী নির্যাতন প্রতিরোধে পুরুষের ভ’মিকাই প্রধান’’ শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন শশীদল আলহাজ্ব মো: আবুতাহের কলেজ ও সাহেবাবাদ ডিগ্রি কলেজ। এতে প্রতি কলেজ থেকে ৪জন করে বিতর্ক প্রতিযোগীতায়
অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়-য়া, পরিচালনা করেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ূম। উপসি’ত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: কবির হোসেন ভ’ইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: আবদুল আলীম খান, সাহেবাবাদ ডিগ্রী কলেজের শিক্ষক প্রতিনিধি, এতে পুরুষের পক্ষে বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজের প্রতিযোগীরা। নারীদের পক্ষে বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন সাহেবাবাদ ডিগ্রি কলেজের প্রতিযোগীতা। উভয়ের বিতর্কের মধ্যে চ্যাম্পিয়ন ও সেরা বক্তা হয় শশীদল আলহাজ্ব আবুতাহের কলেজ। রানার্সআপ হয় সাহেবাবাদ ডিগ্রি কলেজ। উভয় কলেজের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।